ইউনিয়ন উন্নয়ন সমন্ময় কমিটির সভার কার্য বিবরণী
৫নং বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদ,
ফকিরহাট, বাগেরহাট
সভার স্থানঃ ৫নং বাহিরদিয়া মানসাইউনিয়ন পরিষদ
সভার তারিখঃ
উপস্তিত সদস্যবৃন্দঃ-
সর্ব জনাব,
১) মো: রেজাউল করিম ফকির- চেয়ারম্যান - সভাপতি - স্বাক্ষরিত।
২) মিলেভা বেগম - সদস্যা - সদস্য - স্বাক্ষরিত।
৩) জামিলা বেগম - সদস্যা - সদস্য - স্বাক্ষরিত।
৪) কহিনুর বেগম - সদস্যা - সদস্য - স্বাক্ষরিত।
৫) হুমাউন কবির বাচ্চু - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
৬) রবীন্দ্রনাথ হালদার - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
৭) মো: সাইফুল ইসলাম - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
৮)আ: জব্বার শেখ - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
৯) আ: সালাম - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
১০) লুৎফর রহমান মল্লিক - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
১১) মসিউদ্দিন মোড়ল - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
১২) আ: খালেক ঢালী - সদস্য - সদস্য - স্বাক্ষরিত।
১৩) জনাব দৃলাল হালদার - গন্যমান্য হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষন কমিটি - স্বাক্ষরিত।
(১৪) জনাব মুনসুর আলী শেখ- -গন্যমান্যসদস্য, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি - স্বাক্ষরিত
১৫. জনাব আবু তালেব মোল্লা -গন্যমান্য সদস্য, কর নিরুপন ও আদায়কমিটি - স্বাক্ষরিত
১৬. ফারজানা খাতুন, গন্যমান্যশিক্ষা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিটি - স্বাক্ষরিত
১৭. জনাব শওকাত শেখ গন্যমান্যকৃষি,মৎস্য ও পশু সম্পদকমিটি স্বাক্ষরিত
১৮. জনাব আবুল হোসেন গন্যমান্যপল্লী অবকাঠামো উন্নয়নকমিটি স্বাক্ষরিত
১৯. জনাব মো: আনোয়ার হোসেন গন্যমান্য আইন শৃঙ্খলা রক্ষা কমিটি স্বাক্ষরিত
২০. জনাব আজাহার শেখ গন্যমান্য জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থায়ীকমিটি স্বাক্ষরিত
২১. জনাব অছিকুর রহমান গন্যমান্য স্যানিটেশন কমিটি স্বাক্ষরিত
২৩. জনাব আনোয়ার শিকদার গন্যমান্যসমাজকল্যান ও কমিউনিটিসেন্টার কমিটি স্বাক্ষরিত
২৪. জনাবা আনোয়ারা বেগম গন্যমান্যপরিবেশ কমিটি স্বাক্ষরিত
২৫. জনাবা রাহিলা বেগম গন্যমান্য পরিবার পরিকল্পনা ও মহামারি কমিটি স্বাক্ষরিত
২৬. জনাব ইশারাত শেখ গন্যমান্যসংস্কৃতি কমিটি স্বাক্ষরিত
২৭. মো: সাইফুল ইসলাম ইউপি সচিব সদস্য সচিব স্বাক্ষরিত
ক্রমিক নং | আলোচ্যসূচী | আলোচনা | সিদ্ধান্ত | দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি |
০১ | পরিচিতি পর্ব | অদ্য ১০-০৭-২০১২ খ্রীঃ তারিখ সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাহিরদিয়া ইউনিয়ন উন্নয়ন সমন্ময় কমিটির সদস্য গনের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায়সভাপত্ত্বি করেন জনাব মো: রেজাউল করিম ফকিরঅতঃপর সভাপতি সাহেব সকলকেশুভেচ্ছা জানিয়ে সকল সদস্যের পরিচিতি পর্ব সমাপ্ত করেন। | নিজ নিজ পরিচয় প্রদান | সভাপতি জনাব মো: রেজাউল করিম ফকির, চেয়ারম্যান, মূলঘর ইউপি। |
০২ | ইউনিয়ন পরিষদের কর আদায় সম্পর্কে আলোচনা | অত্র সভায় সভাপতি সাহেব ইউনিয়ন উন্নয়ন কর ট্যাক্স আদায় সম্পর্কে আলোচনাকরেন। সভাপতি সাহেব জানান যে, অত্র ইউনিয়নের কর আদায় সন্তষ জনক নহে। যেকোনউপায়ে কর আদায় বৃদ্ধি করা আবশ্যক | বিস্তারিত আলাপ আলোচনার পর সদস্য জানাব মো: সাইফুল ইসলাম প্রস্তাব করেন যে, বর্ষা মৌসুম শেষে প্রতিটি ওয়ার্ডে কর আদালে জন্য নির্দিষ্টি তারিখে করআদায় ক্যাম্প করা যাইতে পারে। উক্ত প্রস্তাব সভায় সর্বসম্মতি ক্রমে গৃহিতহইল। | ইউপির সকল সদস্য, আদায়কারী ও গ্রাম পুলিশ |
০৩ | বিবিধঃ ইভটিজিং | অত্রসভায় সদস্য জনাব মসিউদ্দিন মোড়লজানান যে, অত্র ইউনিয়নের বেশ কিছুবিদ্যালয়ের আশেপাশে উর্তিবয়সের যুবক ছেলেরা ঘোরাঘুরি করে। এবং বিদ্যালয়গামী ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যাক্ত করার চেষ্টা করে। যাহা সুশিল সমাজেরজন্য কাঙ্খিত নয়। | বিস্তারিত আলাপ আলোচনার পর সদস্যগন একমত প্রসন করেন যে, বিদ্যালয়পরিচালনা কমিটির সদস্যগনকে বিষয়টির প্রতি সজাগ দৃষ্টি রাক্ষতে হবে। কোনরুপঅপৃতিকর অবস্থা সৃষ্টি হলে সাথে সাথে ইউনিয়ন পরিষদ অথবা আইন প্রয়োগকারীসংস্থাকে অবহিত করতে হবে। | বিদ্যালয় পরিচালনা পরিষদ |
অদ্যকার সভায়অন্যকোন আলোচনা নাথাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়েসভার কার্য সমাপ্তি ঘোষনা করিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS