১। মানসা বাজার, এটি ৫নং বাহিরদিয়া মানসা ইউনিয়নের মানসা গ্রামে অবস্থিত।এখানে সপ্তাহে সোমবারও শুক্রবারহাট বসে।এখানে প্রায় সব পন্যসামগ্রীর দোকান আছে।এছাড়া প্রতি হাটের দিন পান বিক্রি থেকে শুরু করেবিভিন্নপ্রকারের পন্য কেনাবেচা করা হয়। এখানে স্থানীয় গ্রামবাসীরা এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন বাজার করতে আসে।
২। গাবখালী বাজার, এটি বাহিরদিয়া মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে অবস্থি। এখানে সপ্তাহে রবিবারও বৃহস্পতিবারহাট বসে।এখানে বেশকয়েকটি দোকান আছে।এছাড়া প্রতি হাটের দিন নানান প্রকারের শাকসবজি সহ বিভিন্নপ্রকারের পন্য কেনাবেচা হয়। এমনকি এখানে ধান চাষীরা তাদের বিভিন্ন প্রকারের ধান বিক্রি করার জন্য আসে। এছাড়াও স্থানীয় গ্রামবাসীরা এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন বাজার করতে আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস